বাগাতিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৫:১৮ বিকাল
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০২:১১ রাত
আমাদেরকে ফলো করুন

বাগাতিপাড়া( নাটোর) প্রতিনিধি: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সেখানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় । পরে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও নিলুফা সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন ৫৮ নাটোর-১ সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, কৃষি অফিসার ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু,  বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, প্রমুখ।

আলোচনা শেষে দিবসটি পালন উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয় এবং উপজেলা  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়