সাঁথিয়ায় আগুনে ঘর পুড়ে ছাই

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৬:৪৯ বিকাল
আপডেট: মার্চ ১৭, ২০২৩, ০৬:৪৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় আজ শুক্রবার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার ধোপাদহ গ্রামের মৃত নারান সূত্রধরের ছেলে শ্রী বিজন চন্দ্র সূত্রধরের বসতঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশে নিচে বসবাস করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর সাড়ে ৪টায় দিকে হঠাৎ বিজন সূত্রধরের বসতঘরের আগুন দেখে তার স্ত্রী চিৎকার করতে থাকে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা বসতঘরে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি দল প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে তার চারচালা টিনের বসতঘরসহ ঘরে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক জানান।

এ ব্যাপারে সাঁথিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অগ্রদেবনাথ বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়