সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পৌরসভা এলাকার গোলাহাট ওয়াপদা মোড় থেকে তামান্না সিনেমা হল মোড় পর্যন্ত খানাখন্দে পরিণত হওয়া প্রায় ৪ কিলোমিটার সড়কটি মেরামতের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ মার্চ) শহরের গোলাহাট এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নানা বয়সী বিপুল নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ ও বিভিন্ন যানবাহন চালকেরা অংশ নেয়। এসময় সড়কের উভয় পাশে শত শত বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল আহমেদের আহ্বানে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আওয়ামী লীগের পৌর ২নং ওয়ার্ড সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ডাব্লু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা বাবু, অটোরিকশা চালক মুরাদ, ভুক্তভোগী সারফারাজ, শাকিল আহমেদ, সোনিয়া খাতুন, সাংবাদিক নওশাদ আনসারী প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।