হারাগাছে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা মারা গেছেন

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৭:৫৭ বিকাল
আপডেট: মার্চ ১৭, ২০২৩, ০৭:৫৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা ময়নাল হক (৫২) মারা গেছেন। আজ শুক্রবার (১৭ মার্চ) রংপুর শহরে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ময়নাল হক উপজেলার হারাগাছ পৌরসভার সারাই বাবুখা গ্রামের মৃত আব্দুর রহমান টাৎক্ত শেখের ছেলে। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন, মারামারির ঘটনায় গত শনিবার ময়নালের ছেলে বাদি হয়ে ছোট চাচা, চাচী ও দুই চাচাতো ভাই সহ চারজনের নাম উল্লেখ করে হারাগাছ থানায় মামলা করেছেন।

মামলা দায়ের পর পরই ওই দিন অভিযান চালিয়ে এজাহারে অভিযুক্ত তিন নাম্বার আসামি পারভেজকে গ্রেফতার করা হয়। নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়