সুজানগরে মৌসুমি পেঁয়াজ উঠতে শুরু করেছে

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০১:০০ রাত
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০১:০০ রাত
আমাদেরকে ফলো করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি: উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে পেঁয়াজ উঠতে শুরু করেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০ টি ইউনিয়নে মৌসুমী পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৩‘শ ৫০ হেক্টর জমিতে। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১‘শ হেক্টর বেশি জমিতে। ইতিমধ্যে উঁচু জমিতে আবাদ করা ওই পেঁয়াজ উপজেলার হাট-বাজারে উঠতে শুরু করেছে।

আগামী ১০ থেকে ১৫দিনের মধ্যে পুরোদমে পেঁয়াজ উঠা শুরু হবে। উপজেলার খয়রান গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর উপজেলার সর্বত্র মৌসুমী পেঁয়াজ ভাল হয়েছে। তবে হাট-বাজারে পেঁয়াজের বাজার মন্দা হওয়ায় পেঁয়াজ চাষীরা হতাশ হয়ে পড়েছেন। উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন সার, বীজ এবং শ্রমিকসহ প্রতিমণ পেঁয়াজের উৎপাদন খরচ হয় প্রায় ১হাজার টাকা।

অথচ বর্তমানে হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯‘শ থেকে ১ হাজার টাকা দরে। এ হিসাবে কৃষকের প্রতিমণ পেঁয়াজে ১‘শ টাকা লোকসান হচ্ছে। একই এলাকার কৃষক আব্দুল মান্নান বলে বর্তমান সময়ে প্রতিমণ মৌসুমী পেঁয়াজের বাজার ১১‘শ থেকে ১২‘শ টাকা না হলে কৃষকের উৎপাদন খরচই উঠবেনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়