সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে সারিয়াকান্দি থেকে ধনুট যাওয়ার পথে ধনুট সদরে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে তাকে বগুড়া শজিমেকে ভর্তি করা হয়। আজ শুক্রবার (১৭ মার্চ) বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন, বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ ফারাজী, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা জাপার সভাপতি মোকছেদুল আলম, উদীচীর সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সহ সভাপতি আমিনুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক সাহাদত জামান প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।