ঘোড়াঘাটে এবারও লিচু চাষে বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০১:৫৭ রাত
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০১:৫৭ রাত
আমাদেরকে ফলো করুন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে এবারো লিচু চাষে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। ২০২২ সালে উপজেলা কৃষি বিভাগের জরিপে এ উপজেলায় ১৫৬ একর জমিতে লিচু চাষ হয়। এর মধ্যে বসতবাড়ির বাগানে ১২.৫ একর ও বড় বাগানে ১৫৭ একর জমিতে লিচু চাষ করা হয়েছে। লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৬৭০ মেট্রিক টন।

জানা গেছে, গত বছর একই পরিমাণ জমিতে লিচু চাষ করা হলেও আবহাওয়া অনুকূলে না থাকায় উৎপাদন হয়েছে মাত্র ৩শ’ মেট্রিক টন। বিশেষ করে চায়না থ্রি জাতের লিচুতে বেশি বিপর্যয় ঘটেছে। চলতি বছর ও এ উপজেলায় লিচু চাষিরা গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে লিচুর মুকূল আসার পূর্ব থেকে সঠিকভাবে বাগানের পরিচর্যা করে আসছে।

এবারো আবহাওয়া অনুকূলে না থাকায় লিচু চাষিদের মাথায় হাত পড়েছে। ইতিমধ্যে বাগানগুলোতে পর্যাপ্ত মুকুল আসলেও তা কালো হয়ে ঝরে যাচ্ছে। আবার যাদের বাগানে গুটি এসেছে সেসব বাগানের লিচুর গুটিও ঝরে যাচ্ছে। লিচু চাষি চেংগ্রামের সায়দার রহমান জানান, তার বাগানে লিচুর গুটি ঝরে যাচ্ছে। সে কোন কূল কিনারা পাচ্ছেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাছ হোসেন সরকার জানান, আরও ৭দিন না গেলে কিছু বুঝা যাচ্ছে না। এবারো আবহাওয়া বিপর্যয়ের কারণে লিচু চাষ ব্যাহত ঘটবে কি না তা দু’একজনের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অধিকাংশ বাগানে মুকুল থাকায় স্প্রে করার পরামর্শও দেয়া যাচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়