স্টাফ রিপোর্টার: বগুড়ায় ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ডিবি বগুড়ার ইনচার্জ ইন্সপেক্টর মো: সাইহান ওলিউল্লাহ’র নেতৃত্বে ডিবির একটি টিম আজ শুক্রবার (১৭ মার্চ) শহরের উপকন্ঠে বনানী গোল চত্তর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তরফদারপাড়ার দিঘলকান্দি এলাকার জাহেদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩৫) ও ঠাকুরগায়ের নন্দগ্রাম যাদুরাণী এলাকার আব্দুর রহমানের ছেলে সফিকুল ইসলাম (৪২)। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।