আদমদীঘিতে নির্বাচনোত্তর সহিংসতায় তিন বাড়িতে হামলা-ভাঙচুর

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০২:৫১ রাত
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০২:৫১ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির ২নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পরাজিত হয়ে এক প্রার্থী তার পক্ষে ভোটে প্রচারণা না করার অভিযোগে হরিনমারা গ্রামে তিন বাড়িতে হামলা, ভাংচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিমারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রাজ্জাক ইন্তেকাল করার পর পদটি শূন্য হলে গতকাল বৃহস্পতিবার ১৬ মার্চ ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোসলেম মন্ডল (ফুটবল মার্কা) নির্বাচিত হন।

এদিকে বিকেলে আরেক প্রার্থী আইয়ুব উদ্দিনের (টিউবওয়েল) মার্কার পক্ষে ভোটে প্রচারনা না করায় তিনি পরাজিত হয়েছেন বলে এমন গুজব তুলে  তার কতিপয় সমর্থক ক্ষিপ্ত হয়ে সহিংসতায় লিপ্ত হয়। এ দিন প্রায় ৩০জন লাঠি-সোটা নিয়ে সজ্জিত হয়ে সন্ধ্যায় হরিনমারা গ্রামের আব্দুর রশিদ, মোস্তান আলী ও আব্দুল আলিমের বসতবাড়িতে হামলা করে দরজা জানালা ও শ্যালো মেশিন ভাংচুর করে।

এ সময় হামলাকারিরা ইটপাটকেল ছোঁড়ার পাশাপাশি আব্দুর রশিদের বাড়ির উঠানে রাখা খড়ের পালা বা গাদায় অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে। এসময় ৯৯৯ নম্বর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে হামলাকারিরা ছত্রভঙ্গ হয়ে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রন হয়।

ক্ষতিগ্রস্থ আব্দুর রশিদ ও মোস্তান আলী জানান, উপ-নির্বাচনে প্রার্থী আইয়ুব আলী তার পক্ষে ভোটের মাঠে গ্রামে গ্রামে প্রচারনার জন্য তাদের প্রস্তাব প্রস্তাব দেন। কিন্ত তারা তার পক্ষে প্রচারনা করেননি। পরে আইয়ুব আলী ভোটে পরাজিত হন। কিন্তু পরাজিত হওয়ার পর তিনি ও তার সমর্থরা তাদের দায়ী করে এ হামলা চালায়।

অপর ক্ষতিগ্রস্থ আব্দুল আলিমও একই অভিযোগ করেন। তিনি বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করবেন বলে মামলা করা হয়নি। পরাজিত প্রার্থী আইয়ুব আলী জানায়, পরাজিত হয়েছি খবর পেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিলাম। কে বা কারা হামলা করেছে তা আমি জানিনা। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউলি করিম বলেন, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রন হয়। মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়