বর্ণাঢ্য আয়োজনে উত্তরাঞ্চলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৩:১৪ রাত
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০৫:১৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক: আজ শুক্রবার (১৭ মার্চ) বগুড়াসহ উত্তরাঞ্চলে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন,


রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর পক্ষ থেকে রাকাব প্রধান কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক।

এসময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডলের ভার্চুয়াল উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এপিবিএন ও এপিবিএন স্কুল এন্ড কলেজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৪ এপিবিএন ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার পক্ষ থেকে প্রতিষ্ঠানের শহিদ মিনার ও স্বাধীনতা চত্বর ৭১-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার অধিনায়ক (এডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা।

এ সময় উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানসহ সকল পর্যায়ের কর্মকর্তাগণ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ এর অধ্যক্ষ  এ,টি,এম মোস্তফা কামাল, গভর্ণিং বডির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল: দিবসটি পালনে কর্মসূচি অনুযায়ী সকালে হাসপাতাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, হাসপাতাল চত্বরে র‌্যালী শেষে স্বাস্থ্যখাত নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা ও স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভাসহ হাসপাতালে ভর্তিরত রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়। সকালে হাসপাতালের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা শেষে শিশুদের কেক খাওয়ানো হয়।

হাসপাতালের তত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান সঞ্চয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ শফিউল আজম, হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডাঃ মাফরুহা জাহান, শিশু বিভাগের কনসালটেন্ট ডাঃ শারমিন আফরোজী শিল্পী, ডা: ইশরাত জাহান, ডাঃ আনিকা, ডা: সৈয়দ মাহবুব হোসেন রাজিব, ডাঃ আজিজুল হক, আরএমও ডাঃ খায়রুল বাশার মোমিন উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

পরে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের বিভিন্ন উপহার তুলে দেয়া হয়। এসময় ছেলেদের হাতে খেলনা ও কন্যা শিশুদের হাতে ওয়াটার পট প্রদান করেন হাসপাতাল কর্তৃপক্ষ। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বগুড়া মোহাম্মদ আলী চিকিৎসাধীন শিশুদের বিভিন্ন উপহার প্রদান করেন সিভিল সার্জন ডাঃ শফিউল আজম ও হাসপাতালের তত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান সঞ্চয়সহ চিকিৎসকগণ।

বগুড়া মহিলা ক্রীড়া সংস্থা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়া জেলা মহিলা ক্রীড়া সংস্থা আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে শহরের দত্তবাড়ী সংস্থার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করে।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী লাকী আক্তার কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সাধারণ সম্পাদক দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি, সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. স্বপ্না চৌধুরী, নাজমা পারভীন, ডালিয়া নাসরিন রিক্তা, জাহানারা বিলকিছু, হোসনে আরা হাসি, মোছা, কোহিনুর প্রমুখ।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে দেয়ালিকা 'অরুণোদয়' উন্মোচন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে দেয়ালিকাটি উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শাহজাহান আলী। দেয়ালিকাটিতে শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের চিত্রকর্ম ও তার উক্তি, গল্প এবং কবিতা তুলে ধরেছেন।

কলেজের উচ্চমাধ্যমিক ভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর  মাহতাব হোসেন মন্ডলসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও দেয়ালিকা প্রণয়নে যুক্ত শিক্ষার্থীবৃন্দ। শেষে দেয়ালিকা প্রণয়নে যুক্ত শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র প্রদান করা হয়।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাবেয়া খাতুনের নেতৃত্বে বিদ্যালয়ের গার্ল গাইডস্ দল জেলা প্রশাসন চত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর বিদ্যালয়ে ফিরে কেক কাটা শেয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, ছাত্রী মেহেজাবিন খান সুকন্যা, কৃত্তিকা চক্রবর্ত্তী, জেরিন হাসান রুপা ও সিদরাতুল মুনতাহা । আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছাঃ ফারহানা আফরোজ।

দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একটি দেয়ালিকা শেখ রাসেল দেয়ালিকায় প্রতিস্থাপন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক জনাব মোঃ আবু মুসা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রনজিত কুমার দেবনাথ এবং মৌসুমি ইসলাম।

বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া: বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। কর্মসূচির মধ্যে সকালে অধ্যক্ষ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বটতলা চত্ত্বরে ও প্রতিষ্ঠানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষদ্বয় দুলাল হোসেন, শফিকা আকতার, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, সাইফুল আলম, জিয়াউর রহমান, আতাউর রহমান, সাইফুল ইসলাম, প্রভাষক আব্দুল হান্নান, আবু হাসান, আব্দুল মান্নান খান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক সনজিদা খানম, আরিফুর রহমান, বিশ্বরূপ রায়, মাহাবুব আলম, আসাদ আলী, বুলবুল আহমেদ, শিল্পী খাতুন, নুরুল হক প্রমুখ।

শ্রমিকলীগ বগুড়া জেলা শাখা: বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে শ্রমিকলীগ বগুড়া জেলা শাখা। সকালে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর জেলা শাখার আহবায়ক কামরুল মোর্শেদ আপেলের সভাপতিত্বে এবং  রাকিব উদ্দিন প্রাং সিজারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি জামান নিকেতা। এসময় উপস্থিত ছিলেন জুলফিকার আলী জুয়েল, গোলাম মোস্তফা, রায়হানুর রহমান রোহান এবং জাকিউল হক জীবন প্রমুখ।  

ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল , রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তেীফিকুর রহমান ভান্ডারী বাপ্পী। আরও বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সারমীন সরকার, সিনিয়র শিক্ষক আব্দুর রহিম, বজলুর করিম প্রমুখ।

বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এ্যান্ড কলেজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবলীগ সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। অতিথি ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যোৎসাহী সদস্য কবিরাজ তরুন কুমার চক্রবর্তী। অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।

নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল গফুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি তহমিনা হায়দার। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আজিজুল হক, সহকারি শিক্ষক হাসান আলী প্রমুখ।

মাটিডালী উচ্চ বিদ্যালয়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা প্রদান, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সংগঠক মাহবুব হামিদ তারা।

বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়স্থ বটতলায় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা শিশু সমাবেশ ও আনন্দর‌্যালিতে অংশগ্রহণ করে। স্কুল সেমিনার কক্ষে সকাল ১০টায় কেক কাটা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক মো. আল মামুন সরদার জাতীয় শিশু দিবস উপলক্ষে বক্তব্য রাখেন। আরও বক্তব্য প্রদান করেন সহকারি শিক্ষক ও একাডেমিক ইনচার্জ শাহাজাহান আলী সরদার, জয়নুল আবেদীন, এ কে এম আনোয়ারুল হক, আলমগীর হোসেন ও ওমর ফারুক।

আলোচনা সভায় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারি ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক ও একাডেমিক ইনচার্জ (প্রাথমিক শাখা) পলাশ রহমান। শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ: বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট  যৌথ আয়োজনে গতকাল শুক্রবার প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা ও হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, সহকারি প্রধান শিক্ষক দিবা পারভীন আক্তার, উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলাম, সহকারি শিক্ষক আসাদুল ইসলাম জীবন প্রমুখ। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা ও হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া: এ উপলক্ষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া’য় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও আনন্দ র‌্যালিতে অংশ গ্রহণ শেষে সকাল সোয়া ৯টায় প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেনের সভপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলম, সিনিয়র শিক্ষক মোছা: বদরূন্নাহার বেগম এবং মাধ্যমিক স্তরের ছাত্রী মৌনীলতা রায়। এরপর অনুষ্ঠিত দোয়া পরিচালনায় ছিলেন ধর্মীয় শিক্ষক রুহুল আমিন। উপস্থাপনায় ছিল মাধ্যমিক স্তরের ছাত্রি মৌনীলতা রায়। শেষে প্রধান অতিথির কেক কর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমেনা ফাউন্ডেশন: জাতীয় শিশু দিবস উপলক্ষে আমেনা ফাউন্ডেশন এবং আমেনা প্রতিবন্ধী স্কুলের যৌথ আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের সহায়তায় দিনব্যাপি বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। দিনটি উপলক্ষে আমেনা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নাহিদা আকতারের সভাপতিত্বে আলোচনা সভা বগুড়া শহরের ঠনঠনিয়া শাহ পাড়াস্থ আমেনা গণগ্রন্থাগার সেমিনার কক্ষে অনুষ্ঠিত।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের নেওয়া কর্মসূচি সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সূচনা হয়। 
এরপর ক একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুস্পমাল্য অর্পণ ও কেক কর্তন করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। সঞ্চালনা করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অরুন কুমার দেবনাথ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আশরাফুল ইসলাম, ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : দুপচাঁচিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পরিষদ সভাকক্ষে আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ্, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মোল্লা, তৌহিদুল হোসেন মহলদার, প্রভাষক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক খোকা  প্রমুখ। বিকালে স্মৃতি অম্লান চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাবতলী (বগুড়া) : দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৭ মার্চ) বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ পৃথকভাবে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। উপজেলা প্রশাসন উদ্যোগে গতকাল শুক্রবার বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ, শিশু সমাবেশ ও র‌্যালী শেষে ইছামতি হলরুমে আলোচনা সভা এবং কেক কর্তন করা হয়। ইউএনও মোঃ আতাবুজ্জামান আল-ইমরান সভাপতিত্বে বক্তব্য রাখেন এসি-ল্যান্ড মাহমুদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, প.প. কর্মকর্তা শারমীনা পারভীন, ওসি সনাতন চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, আরএমও ডাঃ নিগার সুলতানা, শিক্ষা অফিসার জাকির হোসেন, ডিজিএম উৎপল সরকার, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, শিক্ষার্থী এসকেএ আহনাফ আহম্মেদ, হামযাহ সাঈয়্যেদ, সিফা জান্নত, মাইশা প্রমুখ। শেষে কেক কাটেন।

অপর দিকে, উপজেলা আওয়ামী লীগ প্রথমে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল খান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, জিয়াউর রহমান জুয়েল, রাশেদুল ইসলাম, গোলাম রহমান প্রমুখ। এরপর দলীয় কার্যালয়ে কেক কর্তন ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে দিনব্যাপি নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তর্বক অপর্ণ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, আব্দুল ওহাব, সাংবাদিক নাহিদ আল মালেক, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, আব্দুল মতিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এদিকে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলায় এ উপলক্ষ্যে সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীর ও দলীয় পতাকা উত্তোলন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মজীবন ও আদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মনিরা সুলতানা, কৃষি কর্মকর্ত মিঠু চন্দ্র অধিকারি, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ওসি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইউপি সদস্য জিল্লুর রহমান প্রমূখ। দুপুরে মিলাদ মাহফিল ও বিকেলে আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সান্তাহার (বগুড়া) : বগুড়ার সান্তাহারে সকালে দিবসটি উপলক্ষে সান্তাহার ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। এরপর ইউপি চেয়ারম্যানের কক্ষে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিন হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য সমাজ খাঁন, শামীম, নারী ইউপি সদস্য তাসমেরী খানম, মিলন মাস্টার, ভুট্টু খান ও মহসীন আলী সবুজ প্রমুখ।

কাহালু  (বগুড়া): বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ৯ টায় শিশু সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা, সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া বাদ জু‘ম্মা মসজিদে দোয়া ও  হিন্দু ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যা ৭ টায় কাহালু চারমাথা এলাকায় বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন কর্মকান্ডে অংশ নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মোছা.মেরিনা আফরোজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা ভাইস চোয়ারম্যান আব্দুর রশিদ, কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাগণ। এছাড়া কাহালু উপজেলা আওয়ামীলীগ ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করেছে।

শাজাহানপুর (বগুড়া) : বগুড়ার শাজাহানপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, থানার ওসি আব্দুল কাদের জিলানী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর সভাপতিত্বে ও জাহিদুল হক আরজু’র সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন মাহফুজার রহমান বাবলু, সাইফুল ইসলাম, ফরিদুল ইসলাম মুক্তা, ইমরান হোসেন, একেএম ফজলুল হক, সেলিমুজ্জামান, আসাদুজ্জামান লিটন, হান্নানুর রহমান, জহুরুল ইসলাম খোকন, আলমগীর হোসেন, এএসএম ফেরদৌস, সঞ্জয় চৌধুরী সবুজ, ভিপি এম সুলতান আহম্মেদ প্রমুখ।

সারিয়াকান্দি (বগুড়া): নানা কর্মসূচিতে বগুড়া সারিয়াকান্দিতে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং বিকালে দলীয় কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। আরডিসি নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী, পৌরমেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) : বঙ্গবন্ধুর  জন্ম বার্ষিকীতে ১০৩ পাউন্ট কেক কেটে জন্ম উৎসব পালন করে উপজেলা আওয়ামীলীগ। এ ছাড়াও  নানা কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারন সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকসহ দলীয় নেতৃবৃন্দ। বাদ জুম্মা পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বরকতিয়া মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা উপজেলা সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এ সময় বক্তব্য রাখেন, এবিএম শাহজাহান চৌধুরী,মারুফ রহমান মুনজু, রেজাউল করিম চঞ্চল, খম শামীম, হাবিবুল আলম মাস্টার, এমদাদুল হক এমদাদ, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, জাহেদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, আসিফ মাহমুদ মিলটন,  আলহাজ্ব আমিনুল হক দুদু, লুৎফর রহমান, সাইদুল ইসলাম, আবু রায়হান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়