রাণীনগরে স্বর্ণালঙ্কার চুরি, আটক ৩

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ১০:৩০ রাত
আপডেট: মার্চ ১৭, ২০২৩, ১০:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক বাড়ি থেকে  দিনের প্রায় ২১ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে এক ভরি ছয় আনা স্বর্ণ ও ৯০ হাজার টাকা উদ্ধারসহ ঘটনার সাথে জরিত ৩ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের গতকাল শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের মলিরাম দাসের ছেলে সুকুমার (বিপ্লব) দাস নিজ ব্যবসায়ীক কাজে স্থানীয় বাজারে যান। এর কিছু পর তার স্ত্রী সন্তানদের নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোর বাড়ির প্রাচীর টপকে ভিতরে ঢুকে ঘরের তালা ভেঙ্গে ড্রয়ারে থাকা প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার এবং তিন ভরি চাঁদির গহনা ও ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

দুপুরের দিকে সুকুমারের স্ত্রী বাড়িতে এসে চুরির ঘটনা দেখতে পেয়ে স্বামীকে মোবাইল ফোনে জানান। বিষয়টি রাণীনগর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অনুসন্ধান শুরু করে। পুলিশ ঘটনার সাথে জড়িত আরজি নওগাঁর মধ্যপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে সাগর ওরফে কালু (৩০), পার নওগাঁর খোরশেদ আলী মোল্লার ছেলে আতাউর রহমান মিলন (৪২) ও সান্তাহার এলাকা থেকে এবং দক্ষিণ কালীতলা মোহল্লার আহম্মদ আলীর ছেলে মুঞ্জুরুল ইসলাম মাইকেলকে (৫১) আটক করে।

আটককালে সাগরের কাছ থেকে চুরি যাওয়া ১০ হাজার টাকা, মিলনের কাছ থেকে স্বর্ণ বিক্রির ৮০ হাজার টাকা এবং মাইকেলের  কাছ থেকে একভরি ছয় আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এ ব্যাপারেআজ শুক্রবার (১৭ মার্চ) রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়