স্টাফ রিপোর্টার: বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সামছুদ্দিন হায়দারের পত্নী ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাসরিন হায়দারের শাশুড়ি নুরুন নাহার হায়দার ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে বগুড়া শহরের কালিতলা এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার (১৭ মার্চ) বাদ এশা শহরের কালীতলা এলাকায় মদিনা মসজিদ চত্বরে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, মরহুমার বেয়াই দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা রাজিউল্লাহ তালুকদার, নন্দীগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শামীম চৌধুরী, মরহুমার বড় ছেলে নাসিম হায়দার মিনকো ও ছোট ছেলে নাহিদ হায়দার ফাইটসহ বিপুল সংখ্যক মুসুল্লি অংশগ্রহণ করেন।
নামাজে জানাজায় ইমামতি করেন মদিনা মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ। জানাজা শেষে তাকে শহরের বিন্দাবনপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী সোমবার বাদ মাগরিব কালিতলা মদিনা মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে কুলখানি অনুষ্ঠিত হবে।
এ দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা, উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, মফস্বল সম্পাদক জয়নাল আবেদিন, সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রানা ও রাহাত রিটু, ভোরের দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসেন, করতোয়া অনলাইন বিভাগের সমন্বয়কারী সামিউর রহমান পশারী, দৈনিক করতোয়ার জেনারেল ম্যানেজার সৈয়দ শরীফ আহমেদ লিখন, সহকারী জেনারেল ম্যানেজার আখতার খালিদ হাসানসহ পত্রিকার সকল বিভাগের কর্মীগণ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।