মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক বাবা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৫:৪২ বিকাল
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০৫:৪২ বিকাল
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা সিরাজ মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, সিরাজ পেশায় দিনমজুর। তিনি দেড় বছর আগে তিন সন্তানসহ এক নারীকে বিয়ে করেন। শুক্রবার সকালে মেয়েকে ঘরে রেখে মা কাজে বের হন। একপর্যায়ে সিরাজ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে সিরাজকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, ভিকটিমের মা তার দ্বিতীয় স্বামী সিরাজকে আসামি করে মামলা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়