বিরলে দুই সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০২:১৭ দুপুর
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০২:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় ব্যপক গুঞ্জন চলছে। পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, উপজেলার ১০নং রাণীপুকুর ইউপি’র মির্জাপুর গ্রামের আনারুল ইসলামের মেয়ে রুনা লায়লা ময়নার (২৩) সাথে একই ইউপি’র দক্ষিণ জগতপুর গ্রামের আহসান আলীর ছেলে নুর আলমের (৩২) প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর দুই সন্তান ওই দম্পত্তি বিরল হাসপাতাল এলাকার জনৈক রিয়াজুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে গৃহবধূ ময়না ভাড়া বাসায় ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে রাতেই ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

এব্যপারে নিহত গৃহবধূ রুনা লায়লা ময়নার বড় ভাই বাদি হয়ে বিরল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। বিষয়টি বিরল থানার এসআই রুহুল আমিন নিশ্চিত করেছেন। এদিকে ওই গৃহবধূর আত্মহত্যার সঠিক কোন কারণ জানা না গেলেও সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এনিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়