তাড়াশে বিনাহালের রসুনের ভালো ফলন ও দামে খুশি কৃষক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৩:০২ দুপুর
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০৩:০২ দুপুর
আমাদেরকে ফলো করুন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বিনাহালে চাষকৃত রসুন উঠানো শুরু। ফলন ও দাম পেয়ে খুশি কৃষক। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সেচ সুবিধা, সারের সরবরাহ পর্যাপ্ত এবং আবহাওয়া অনুকূলে থাকায় রসুনের এ বছর ভালো ফলন হয়েছে। আবার বর্তমান বাজারে রসুনের দাম বৃদ্ধি পাওয়ার কৃষকের কাছে এ মসলা জাতীয় ফসলটি ‘সাদা সোনার’ খ্যাতি পেয়েছে। 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তাড়াশ উপজেলায় ৪৭০ হেক্টর জমিতে রসুনের চাষ হয়েছে। প্রতিবিঘা জমিতে ২৫ থেকে ২৮ মণ হারে রসুনের ফলন পাওয়া যাচ্ছে। আর বাজারে প্রতিমণ রসুন ৩ হাজার ৫শ’ টাকা থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

তাড়াশ উপজেলা নাদোসৈয়দপুর গ্রামের কৃষক হাসান উদ্দিন বলেন, এ বছর আমরা রসুন উঠাতে শুরু করেছি। প্রতি বিঘা জমিতে ২৫ থেকে ২৮ মণ হারে রসুনের ফলন হচ্ছে। বাজারে এ সাদা সোনার দামও বেশ ভালোই পাচ্ছি। 

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, তাড়াশ উপজেলায় বিনাহালে রসুন আবাদ হওয়ায় উৎপাদন খরচ অন্য এলাকা চেয়ে অনেক কম। স্বল্প খরচে চাষ করা রসুনের ভালো ফলন পাচ্ছেন কৃষক। বাজারে সদ্য তোলা রসুনের দামও রয়েছে ভালো। তাই তাড়াশ উপজেলায় রসুন কৃষকের লাভজনক ফসলে পরিণত হয়েছে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়