সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) সকালে শহরের নয়াবাজারে সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন এলাকার লবণ ব্যবসায়ী এজাজের ভাড়া বাসা থেকে ভাড়াটিয়ার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
ওই গৃহবধূর নাম জান্নাতি ফেরদৌস জান্নাত (২১) এবং তার স্বামী জাফর ইকবাল চাঁন ড্রাইভার। এ ঘটনায় স্বামী চানকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরের হাতিখানা মৌয়াগাছ এলাকার ফারুকের মেয়ে জান্নাতি ফেরদৌস জান্নাতের সাথে পাঁচ বছর আগে শহরের পুরাতন বাবুপাড়া ধোপামাঠ এলাকার তাহের আলীর ছেলে জাফর ইকবাল চাঁন ড্রাইভারের বিয়ে হয়।
জান্নাতী চাঁন ড্রাইভারের তৃতীয় স্ত্রী ছিলেন। কয়েকদিন আগে জান্নাাতকে নিয়ে ওই বাসায় ভাড়ায় ওঠেন। বিয়ের পর থেকেই জান্নাতি সঙ্গে তার স্বামীর বনিবনা হচ্ছিলো না। প্রায় সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গতকাল শুক্রবার রাতেও মুঠোফোনে জান্নাতি সঙ্গে তার স্বামী চাঁনের ঝগড়া হয়। রাত ৩টার দিকে স্বামী চাঁন ভাড়া বাসায় গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করতে থাকেন।
কিন্তু তিনি স্ত্রীর কোন সাড়াশব্দ না পেয়ে এবং দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে জানালা দিয়ে দেখেন গলায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে তার দেহ ঝুলছে। পরে সকালে দরজা ভেঙে জান্নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।