বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগার বদলগাছীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পার আধাইপুর গ্রামে। আজ শনিবার (১৮ মার্চ) তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। মামলা ও থানা সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে পার আধাইপুর গ্রামের সোনার পাড়ার ফেরদৌস হোসেনের ছেলে মিনহাজ হোসেন (২২) তার স্ত্রীকে বেধরক মারপিট করে আহত করে।
মেয়েটির ভাই জানতে পেরে রাতেই ৯৯৯ ফোন করে সহযোগিতা চাইলে রাতেই থানা পুলিশ ওই নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নির্যাতিত গৃহবধূ ও তার পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয়, যৌতুকের দাবিতে গভীর রাতে মেয়েটির ওপর শুরু হয় অমানসিক নির্যাতন।
পরে ওই নির্যাতিতা আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে আদালত মামলা রেকর্ড করে বদলগাছী থানাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ করলে থানা পুলিশ মামলাটি রেকর্ড করে স্বামী মিনহাজ ও শাশুড়ি আঞ্জুয়ারাকে (৪৮) গ্রেফতার করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান জানান, তারা প্রেম করে বিয়ে করেছিল কিন্তু স্বামী ভালো না। স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।