চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টায় শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এরা হলো- ওই বাড়ির মৃত মো. শাহজাহান ভূঁইয়ার শারীরিক প্রতিবন্ধী ছেলে আবদুর রহমান ফাহিম (৭) ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে ফাহিমা আক্তার (১৬)।
জানা গেছে, দুপুরে বসতঘরের পাশে টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত মোটর পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছোটভাই ফাহিম। এ সময় বড়বোন ফাহিমা আক্তার তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান তাদেরকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।