দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব গড়ে তোলা হয়েছে উল্লেখ করে বলেন, যার যোগ্যতা আছে, সে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে। আজকে চীন, জাপান, ফ্রান্স ও আমেরিকার ছেলে মেয়েরা যে শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের জ্ঞান-বিজ্ঞানে প্রতিনিধিত্ব করছে। প্রধানমন্ত্রী চান আমাদের দেশের ছেলে মেয়েরা সেই শিক্ষায় শিক্ষিত হোক।
সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। প্রধানমন্ত্রী এবং আমরা বিশ্বাস করি আমাদের ছেলে মেয়েদের সেই মেধা এবং যোগ্যতা দুটোই আছে।
আজ শনিবার (১৮ মার্চ) সকালে প্রাঙ্গণে বিডিবিও সমকাল বাংলাদেশ জীব বিজ্ঞান রংপুর আঞ্চলিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রশংসা করে হুইপ বলেন, একটা সময় ছিল। যখন শিক্ষার্থীকে দুই/এক মার্ক বাড়িয়ে দিয়ে পাশ (উত্তীর্ণ) করিয়ে দেয়া হতো। কিন্তু আজকের শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা চাই আমাদের ছেলে মেয়েদের সেইভাবে গড়ে তুলতে।
যাতে তারা আমেরিকা, ফ্রান্স, চীনের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হতে পারে। বাংলাদেশ বায়ালোজি অলেম্পিয়াড এবং সমকালের আয়োজনে দিনাজপুর আদর্শ কলেজে হাবিপ্রবি আইকিউএসি’র পরিচালক ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, সমকাল দিনাজপুর জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, বায়ালোজি অলেম্পিয়াডের রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি এ.কে.এম জিয়াউর হক সিজার, সাইন্স একাডেমির সহসভাপতি আসাদুল্লাহ সরকার।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলি, দৈনিক সমকালের ফুলবাড়ী প্রতিনিধি আজিজুল হক সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী ওসি তানভীরুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট প্রমুখ।
দিনাজপুর সায়েন্স একাডেমির আঞ্চলিক এই উৎসবে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও ল্যাব বাংলা। এতে অংশ নেয় রংপুর বিভাগের দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নয় শতাধিক শিক্ষার্থী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।