চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের আমিন উল্যাহ ব্যাপারীর বাড়ির মাসুদ আলম ওরফে পোড়া মাসুদকে (৩৫) তার বাড়ি থেকে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা ডেকে নিয়ে যায়। শনিবার সকালে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার শাহরাস্থি থানাধীন উঘারিয়া মোল্লা বাড়ির সামনে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সংবাদ দিলে শহরাস্থ থানা পুলিশ লাশ উদ্ধার করে পুলিশ হেফজতে নেয়।
এব্যাপারে শাহরাস্থি থানার ওসি মো. শহিদ হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় মামলা করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।