সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এ্যমপ্যাথির উদ্যোগে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামাপুকুর সরকারপাড়ায় সংগঠনের প্রধান কার্যালয়ে ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইমদাদ সিতারা খানের সহায়তায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ্যমপ্যাথির সভাপতি সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, নীলফামারী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান লিটন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুল আলম, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বাঁধন রায়, সমাজসেবক ফেরদৌস করিম কাজল, প্রতিবন্ধী শিক্ষার্থী মমতাজ মুন্নী প্রমুখ। উপজেলা বিভিন্ন এলাকার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১২টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
একই দিন এলাকার শিশুস্বর্গ বিদ্যা নিকেতন চত্বরে সংগঠনটির উদ্যোগে দিন্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বাঁধন রায় এবং ওপেন ডোর ক্লিনিকের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ডা. তানিয়াতুজ্জোহুরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।