পীরগাছায় শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০১:২০ রাত
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০১:২০ রাত
আমাদেরকে ফলো করুন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় সুরক্ষিত একটি কলা বাগান থেকে ছ’মিল শ্রমিক শের আলীর (৪৫) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাক্ষণীকুন্ডা গ্রামের একটি খামারের ভিতরের কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শের আলী ওই গ্রামের মৃত মানিক উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, আজ শনিবার (১৮ মার্চ) সকালে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে হাত বাঁধা অবস্থায় শের আলীর গলা কাটা মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়