আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তৈয়ব আলী (৬৫) নামের এক চালককে খুন করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত তৈয়ব আলী আদমদিঘী উপজেলার কুন্দগ্রাম ই্উপি’র তারতা কুমড়া পাড়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
জানা গেছে, গত শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় অটোরিকশা চালক তৈয়ব আলী কুন্দগ্রাম থেকে যাত্রী নিয়ে বেরিয়ে যান। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরদিন আজ রোববার (১৯ মার্চ) বেলা ১০টায় নাগরনদীর তারতা জোড়াদহ নামক স্থানে অটোরিকশা চালক তৈয়ব আলীর মরদেহ জনতা দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। স্থানীয়দের ধারণ তার অটোরিকশা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।