ঘাসের জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৭:১১ বিকাল
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০৭:১১ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সীমান্তবর্তী চকিদারের খেয়া নামকস্থানের ঘাসের জমি থেকে জিসান মিয়া (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। জিসান মিয়া সদর উপজেলার শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজা মিয়া নামের এক কৃষক তার নেপিয়ার ঘাসের জমিতে যান। এ সয়ম এই জমিতে জিসানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে সদর থানার (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে জিসান নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়