নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম ও শাজাহানপুর উপজেলার সীমান্তবর্তী মহাসড়কে ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি শাজাহানপুর উপজেলার বারো-আঞ্জুল এলাকার মৃত তরিকুল্লাহ প্রামানিকের ছেলে।
আজ রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের বাঁশকুটা এলাকার গ্রীন গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আব্দুল কুদ্দুসকে (৩৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শাজাহানপুরের সোনাদিঘী পশ্চিমপাড়ার জহুরুল ইসলামের ছেলে। নিহত এবং আহত দু’জনই নন্দীগ্রামের কাথম কোয়ালিটি ফিডস লিমিটেডের স্টোর লেবার।
কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল হাসানাত জানান, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। চালক আশরাফুল ইসলামের (৪৪) বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাড়াল ডাঙার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, কাথম কোয়ালিটি ফিডস লিমিটেডের দুই স্টোর লেবার প্রতিদিনের মতো রোববার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বাঁশকুটা এলাকার গ্রীন গার্ডেনের সামনে একইদিক থেকে আসা সরিষাবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৮৯৪০) মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। মোটরসাইকেল চালক ও আরোহী ছিটকে গিয়ে মহাসড়কের ওপরে পড়ে যান। এতে চালকের মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ট্রাক চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই খোরশেদ আলম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।