নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরী বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এসে দর্শকের মন জয় করে গেলেন দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস ও কন্ঠশিল্পী আঁখি আলমগীর। রোববার বিকেলে দয়াময়ী পাইলট একাডেমি মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের আমন্ত্রণে অতিথি হয়ে আসেন তারা।
প্রিয় নায়ক ও কন্ঠশিল্পী আসার আগেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় দয়াময়ী পাইলট একাডেমি মাঠ। কিছুক্ষণের মধ্যে বাসস্ট্যান্ড-হাসপাতাল ও থানা সড়কও দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। কিছু পরে মঞ্চে আসেন অতিথিরা। প্রিয় নায়ক ও কন্ঠশিল্পীকে এক নজর দেখতে তারপরেও স্রোতের মত মানুষ আসতে থাকে।
বিকেল ৩টায় ফজলুল হক ফজলুর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। বক্তব্য রাখেন প্রধান অতিথি দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফা, প্রথম পর্বের প্রধান অতিথি সাবেক এমপি একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান, বণিক সমিতির সম্পাদক আনিছুর রহমান জিন্নু। শেষে গান গেয়ে দর্শকের মন জয় করেন নায়ক ফেরদৌস ও আঁখি আলমগীর। সন্ধ্যার আগে সুশৃঙ্খলভাবে শেষ হয় এ অনুষ্ঠান। এর আগে সকাল ১০টায় পৌর হল রুমে সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।