চা তৈরির বৈদ্যুতিক জগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৬:৫৪ বিকাল
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০৬:৫৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় চায়ের দোকানে চা তৈরির সময় বৈদ্যুতিক জগে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে বাবুপাড়া ইউনিয়নে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাংশা মডেল থানার এসআই মো. মাহবুব হোসেন।

নিহত চার বছরের আবদুল্লাহ শেখ একই এলাকার সৌদি প্রবাসী সেলিম শেখের ছেলে।

শিশুটির পরিবারের বরাতে পাংশা মডেল থানার এসআই মাহবুব বলেন, সকালে দাদা মো. জনাব আলী শেখের সঙ্গে বাড়ির পাশে বউবাজারে শাহাদাতের চায়ের দোকানে যায় শিশুটি।

“সেখানে চা তৈরির সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক জগে আবদুল্লাহর হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যায়।”

দ্রুত তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে এসআই মাহবুব আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়