শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জয়রামপুর গ্রামে এক যুবক ইমামুল (২০) চিরকুট লিখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। জানা যায়, কৈজুরীর জয়রামপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে ইমামুল দীর্ঘদিন ধরে তার অসুখ ছিল।
এ কারণে সে আজ রোববার (১৯ মার্চ) সকালে তার শয়নকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। তবে মারা যাবার সময় নিহত যুবক একটি চিঠিতে উল্লেখ করেছে, আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যাথ্যা করত এ কারণে আমি আত্মহত্যা করলাম।
থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, আমরা নিহতের লাশ ও একটি চিরকুট উদ্ধার করেছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কিছু বলতে পারছি না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।