সাঁথিয়ার আতাইকুলা বাজারে চুরি, সিসিটিভি নিয়ে গেছে চোর

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৭:১২ বিকাল
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০৭:১২ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় উপজেলার আতাইকুলা বাজারে চালের টিন কেটে ওষুধ ও মুদির দোকানে চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা সিসিটিভির ডিভাইস নিয়ে গেছে। গতকাল শনিবার রাতে আতাইকুলা থানার নিকট বাজারে এ ঘটনা ঘটে।

দোকানিরা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি যান তারা। সকালে দোকান খুলে ক্যাশ বাক্সসহ সব এলোমেলো দেখতে পান। মাস্টার মেডিকেল হলের পরিচালক সৌরভ জানান, পাশের দোকানের চালের টিন কেটে তার ঘরে ঢুকে টাকা, স্বাক্ষরিত ব্যাংকের চেক, ওষুধ ও সিসিটিভির ডিভাইস নিয়েছে চোরে।

তার প্রায় চার লাখ টাকার মালালাল চুরি হয়েছে। কাজিপুর ট্রেডার্সের মালিক রোকনুজ্জামান বলেন, দোকানের পিছন দিক চালে উঠে টিন কেটে ভিতরে প্রবেশ করে। টাকাসহ প্রায় পঞ্চাশ হাজার টাকার মালামাল নিয়েছে চোরে। এ বিষয়ে আতাইকুলা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, বাজারে চরি হয়েছে, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়