বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামে দুর্বৃত্তরা একটি বাগানের ২৭০টি চারাগাছ কেটে ফেলেছে। গতকাল শনিবার থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানা গেছে, উপজেলার কোচগ্রামের আশরাফুল হক চৌধুরীর স্ত্রী সিদ্দিকা বেগমের নামীয় কোচগ্রাম ও বড় গোপালপুর মৌজায় অবস্থিত পুকুর পাড়ে ৮ বিঘা জমির ওপর এক বছর আগে আম, লিচু ও মাল্টার ২৭০টি গাছ রোপণ করা হয়। গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা শত্রুতাবশত বাগানের সবগুলো গাছ কেটে ফেলে।
খবর পেয়ে থানার ওসি সুমন কুমার মহন্ত ও এসআই এরশাদ আলী গতকাল শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন। এসময় দিওড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।