ভূরুঙ্গামারীতে সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ১২:৫২ রাত
আপডেট: মার্চ ২০, ২০২৩, ১২:৫২ রাত
আমাদেরকে ফলো করুন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসারকে পুনরায় এ উপজেলায় নিয়োগ না দেয়ার জন্য উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেছেন। গতবছর ভূরুঙ্গামারী উপজেলায় দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তৎকালীন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানকে দায়িত্ব পালনে অবহেলার কারণে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয়।

প্রধান শিক্ষকরা লিখিত অভিযোগে জানান, ওই শিক্ষা কর্মকর্তা উপজেলায় দায়িত্ব পালনকালীন কোন বিদ্যালয় পরিদর্শনে যেতেন না। তার কথাবার্তা এবং আচার- আচরণ ছিল অশালীন। তার চরম দায়িত্বহীনতার কারণে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটে এবং উপজেলায় লেখাপড়ার মান নিম্নগামি হয়।

তারা (প্রধান শিক্ষক) জানতে পারেন বরখাস্তের আদেশ প্রত্যাহার ও পুনরায় এ উপজেলায় যোগদান করার জন্য তিনি তদবির চালাচ্ছেন। ওই শিক্ষা কর্মকর্তাকে পুনরায় এ উপজেলায় দায়িত্ব না দেয়ার জন্য জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মহাপরিচালক বরাবর আবেদন জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালনে ছিলেন উদাসীন। তার আচার-আচরণও ভালো ছিল না। তাই আমরা তাকে এ উপজেলায় পুনঃনিয়োগ না দেয়ার জন্য আবেদন জানিয়েছি।

জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেন, প্রধান শিক্ষকদের একটি অভিযোগ পাওয়া গেছে। বিধি অনুযায়ী তা অগ্রগামী করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়