নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে শাওন খন্দকার (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের রায়হান খন্দকারের ছেলে ও লোকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
গ্রামবাসীরা জানায়, শাওন বাড়ির কাছে দরগা বাজারে তার খালুর বাড়িতে থেকে লেখাপড়ার পাশাপাশি খালুর দোকান দেখাশুনা করতো।
গত শুক্রবার সন্ধ্যায় সে অসুস্থ হলে পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে তাকে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শনিবার বিকেলে মারা যায়। আত্মহত্যার কারণ জানা যায়নি। আজ রোববার (১৯ মার্চ) দুপুরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।