ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরচাপায় শিশু নিহত হয়েছে। আজ রোববার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর নাম মেরাজ উদ্দিন (৪)। সে ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে।
ওই শিশুর স্বজন রফিকুল ইসলাম জানান, আজ রোববার (১৯ মার্চ) দুপুরে নাগেশ্বরী-লালমনিহাট সড়কে ধরলা সেতুর পাড় থেকে বালু বোঝাই ট্রাক্টরটি কাশিয়াবাড়ী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই শিশুকে ট্রাক্টরটি ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে সে নিহত হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।