সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় তাহেরুল হত্যাকান্ডের ঘটনায় আজ রোববার (১৯ মার্চ) থানায় ১১ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তাহেরুলের স্ত্রী রিতা বেগম বাদি হয়ে মামলা করেন। ওই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার প্রতিপক্ষের মারপিটে তাহেরুল ইসলাম (৪০) নিহত হয়। সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
আহতরা হলেন, সায়েদজামান (৫৫), সেলিম রেজা হাই (২৩), রোখসানা বেগম (৩৫), কাইয়ুম (২৪), ইকবাল (২২) ও কোহিনুর (৪২)। এ ঘটনায় পুলিশ একই গ্রামের মুনজু মন্ডলের স্ত্রী রেখা বেগম (৩৫) ও তার নবম শ্রেণী পড়ুয়া কন্যা (১৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে মৃত তাহেরুল ইসলামের স্ত্রী রিতা বেগম বাদি হয়ে ১১ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।