প্রতিটি উপজেলায় হবে শিল্পকলা একাডেমি
স্টাফ রিপোর্টার: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বগুড়ার সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি প্রগতিশীল মানুষদের দীর্ঘদিনের দাবির উপর গুরুত্বারোপ করে বলেন আগামী জুলাই মাসেই বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ শুরু হবে।
এ জন্য প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন হবে, যার ব্যবস্থা তিনি স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে করবেন বলেও জানান। একই সঙ্গে তিনি বলেন পৌরসভার অনাপত্তি থাকলে পুরাতন শিল্পকলা একাডেমির স্থলে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনা করার জন্য একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ ছাড়াও একটি অত্যাধুনিক মিলনায়তন নির্মাণ করার কথা বিবেচনা করা হবে
আজ রোববার (১৯ মার্চ) অপরাহ্নে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে সাংস্কৃতিক কর্মী ও গন্যমান্য ব্যক্তিদেরদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, জেলার পাশাপাশি প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমির কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নির্মাণের জন্য জায়গা চাওয়া হয়েছে।
ইতোমধ্যে জায়গাপ্রাপ্তি সাপেক্ষে ৩৭টি উপজেলায় এর নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এসব সংস্কৃতি চর্চা কেন্দ্রে সংশ্লিষ্ট উপজেলার সাংস্কৃতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হবে বলেও উল্লেখ করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রাসহ কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে কারও কোন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, তেউ যদি বাধা দেয়, তা হলে তিনি নিজে স্বয়ং সেখানে হাজির হবেন। একই সঙ্গে তিনি হুশিয়ারি দিয়ে বলেন সাংস্কৃতিক কর্মকান্ডের নামে কোন অশ্লীলতা বা আপত্তিকর কোন কিছু এবং অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে এমন কিছু না করা যাবে না।
জেলা প্রশাসন আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন। সভায় অন্যান্যের মধ্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।