এনজিও’র নামে প্রতারণা

চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকের ১৮ লাখ টাকা  আত্মসাত, মালিকসহ গ্রেফতার ৩

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০৩:১১ রাত
আপডেট: মার্চ ২২, ২০২৩, ০৩:১১ রাত
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘মহানন্দা পল্লী উন্নয়ন সংস্থা’ নামে একটি ভূয়া এনজিও খুলে গ্রাহকের সাথে প্রতারণা ও ব্লাকমেইলের  মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাত করে পালিয়ে যাবার সুনির্দিষ্ট অভিযোগে এনজিও মালিক (পরিচালক) ও প্রতারণা চক্রের মূলহোতা মো.ওয়াহিদুজ্জমানসহ (৪২) ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিলবাজারে এনজিও কার্যালয়ে হানা দিয়ে ওয়াহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়। তিনি গোমস্তাপুরের  কাছিয়াবাড়ি গ্রামের  মৃত মাহাবুবুল আলমের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ সদরের একটি মাদ্রাসার সহকারী শিক্ষক। অভিযানে আরও গ্রেফতার হয় এনজিও’র অফিস সহকারী ও গোমস্তাপুরের ঘাটনগর গ্রামের আনিরুল ইসলামের ছেলে ফিরোজ আলী (২৪) এবং মাঠকর্মী ও দূর্গাপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে শিমুল আলী (২৮)।

অভিযানে জব্দ হয় ১০০ পাস বই, ৯টি চেক ও লোন রেজিষ্টার, ব্যাংকের ৫টি ব্লাংক চেক, ৮টি সিল  ও ৪টি মোবাইল ফোন সেট। র‌্যাব জানায়, এনজিওটির গ্রাহক সংখ্যা আড়াই থেকে তিন হাজার। তবে সাধারণ গ্রাহকরা র‌্যাবের কাছে দাবি করেছে, এনজিও’র কাছে  তাদের প্রায় তিন কোটি টাকা পাওনা।

গ্রেফতাররাও  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রাহকদের সাথে তিন কোটি টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেছে। এছাড়াও এনজিওটির বিরুদ্ধে লোন নেয়ার জন্য গ্রাহকের জমাকৃত ব্লাংক চেকে বেশি টাকা বসিয়ে গ্রাহকের নামে মিথ্যা চেক ডিজঅনার মামলা দেয়া (অন্তত:২টি) ও গ্রাহককে শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে, তারা ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের এনজিওতে বিনিয়োগ,সঞ্চয় করতে ও লোন নিতে উৎসাহিত করে। সাধারণ গ্রাহকরা তাদের ফাঁদে পড়ে বিনিয়োগ,সঞ্চয় করলে ও ব্লাংক চেক জমা রেখে লোন নিলে তারা গ্রাহকের জমা টাকা ও চেক ব্লাকমেইলের মাধ্যমে অধিক টাকা উঠিয়ে নিয়ে পালিয়ে যায়।

যে সব গ্রাহক  পাওনা টাকা আদায়ে বেশি তোড়জোড় করে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এমনকি মারধর করে। র‌্যাবের গোয়েন্দা দল এসব অভিযোগের দীর্ঘ ছায়া তদন্তের পর সত্যতা পেলে অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার (২১ মার্চ) এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প অধিনায়ক লে.কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, মামলার তদন্তে পুরো ঘটনা ও অভিযোগসমূহের সত্যতা বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, অভিযানকালে শতাধিক গ্রাহক এনজিও কার্যালয়ে জড়ো হয় ও তাদের অর্থ ফেরৎ চায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়