স্টাফ রিপোর্টার : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় আজ বুধবার সকালে শহরের কলোনি ও ফুলতলা কাঁচা বাজারে এক অভিযান পরিচালনা করেছে।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভাউচার না থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিস ও জেলা পুলিশের দল সহযোগিতা করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।