মফস্বল ডেস্ক: মৌলভীবাজারের লাউয়াছড়ায় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন তিনটি কোচসহ লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।
শনিবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।
সাখাওয়াত হোসেন জানান, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। যতটুকু জানা গেছে, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনেরর উপর গাছ হেলে পড়েছিল। ট্রেন সঙ্গে গাছের ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত বগি ও ইঞ্জিন উদ্ধারে কাজ করছে রেল বিভাগ। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে।
এদিকে, রেল যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা। বিকল্প উপায়ে গন্তব্যস্থলে যাচ্ছেন অনেকেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।