হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে এক নার্সের বাড়িতে দুর্বৃত্ত ঢুকে শ্লীলতাহানি, লুটপাট ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, ১ মে শহরের পানির ট্যাংকি এলাকার সিনিয়র স্টাফ নার্স সবিতা রানীর বাসায় এক দুর্বৃত্ত ঢুকে গলায় চাকু ঠেকিয়ে স্বর্ণাংকার, টাকা লুট ও শ্লীলতাহানি করে চলে যায়। যা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।
তারা আরও বলেন, ঘটনার পরদিন ২ মে সবিতা রানীর স্বামী চয়ন বাড়ই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। কিন্তু ঘটনার ২০ দিন পার হয়ে গেলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আগামী ৩ দিনের মধ্যে হামলাকারীকে গ্রেফতর করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে সবিতা রানী বলেন, “এ জেলায় চাকরির সুবাদে বসবাস করছি। কিন্তু হঠাৎ করে এমন ঘটনায় আমার পরিবার হতভম্ব। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি। ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
দ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে।
অপরাধ করে কেউ ছাড় পাবে না; দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।