ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলের থাপ্পড়ে সোহেল মিয়াকে (১৯) নামে এক ইজিবাইকচালক নিহতের অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ এলাকায় এমন ঘটনা ঘটে।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সোহেল মিয়া উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সরিষা ইউনিয়ন পরিষদ এলাকায় সোহেলের যাত্রীবাহী ইজিবাইকটির সঙ্গে স্থানীয় সরিষা গ্রামের ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল হাসেমের ছেলে ময়নাল মিয়ার সামান্য ধাক্কা লাগে। শরীরে ধাক্কা লাগায় ইজিবাইকচালক সোহেল গাড়ি থামিয়ে থাপ্পড় দিতে শুরু করেন ময়নাল। এতে জ্ঞান হরিয়ে ফেলে সোহেল। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।