গোদাগাড়ীতে চোরাই গরু ও বহন করা পিকআপসহ আটক ২

প্রকাশিত: মে ২৩, ২০২৩, ১০:৪১ রাত
আপডেট: মে ২৩, ২০২৩, ১০:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় হেল্পলাইন ৯৯৯ এ ফোন করে চোরাই গরু ও বহন করা পিকআপসহ দুই চোরকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। গতকাল সোমবার রাত ৪টার দিকে উপজেলার কাকনহাট এলাকা থেকে চোরাই গরু ও পিকআপসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো- রাজশাহী মহানগরের কাপাশিয়া কাজীরপাড়া বেলেপুকুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রায়হান (৩২) ও মতিহার থানার ধরমপুর গ্রামের আবুল কালামের ছেলে রবিউল ইসলাম (২৮)। গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক মাজেদ আলী বলেন, ৯৯৯ থেকে ফোন আসার পর বিভিন্ন জায়গায় এলার্ট করে দেয়া হয়।

এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে একটি পিকআপে চোরাই গরু নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকনহাট এলাকা থেকে মাছ বহন করা পিকআপ থেকে একটি গাভিসহ বাছুর উদ্ধার ও দু’জন আন্তঃজেলা চোর সদস্যকে আটক করা হয়। আরো ৪ জন পালিয়ে যায়। গরু দুইটি গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের সিধনা গ্রামের কৃষক আবুল কাশেমের।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, চোরাই গরু, পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৩-৯৫৮৯) ও দুই চোরকে আটক করা হয়। পলাতক আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে গরুর মালিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়