হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কয়েকদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুর হিলিতে সব ধরনের সবজির দাম কমেছে। পেঁয়াজ কেজিতে ১৫ টাকা ও কাঁচা মরিচ কেজিতে ৬০ টাকা দাম কমেছে। গতকাল সোমবার হিলি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।
জানা গেছে, ক’দিন আগে বেগুনের দাম ছিল ৬০ টাকা কেজি, তা গতকাল সোমবার বিক্রি হয়েছে ৩০ টাকা দরে, ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা, ৬০ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা, ৮০ টাকার করলা ৪০ টাকা, ৬০ টাকার বটবটি ৪০ টাকা, ৬০ টাকার ঝিঙ্গা ৩০ টাকা, ৪০ টাকার শসা ৩০ টাকা, ১০০ টাকার কাকরুল ৭০ টাকা, ফুলকপি ১০০ টাকা, টমেটো ৪০ টাকা, ১৪০ টাকার কাঁচা মরিচ ৮০ থেকে ৬০ টাকা, ৫০ টাকার লাউ ৩০ টাকা পিচ, ৬০ টাকার কচুরলতি ৫০ টাকা, ৬০ টাকার তরই ৩০ টাকা, ৮০ টাকার পেঁয়াজ ৬৪ টাকা পাইকারি এবং রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।