নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: মে ২৩, ২০২৩, ১০:৫৬ রাত
আপডেট: মে ২৩, ২০২৩, ১০:৫৬ রাত
আমাদেরকে ফলো করুন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে নাজমুল হোসেন (২৬) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সে উপজেলার জয়পুর ইউনিয়নের ভালকা জয়পুর (আবাসন) গ্রামের ইলিয়াস আলীর ছেলে। আজ মঙ্গলবার (২৩ মে) সকালে একটি বটগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, নাজমুল গতকাল সোমবার সন্ধ্যা রাতে বাড়ি থেকে পার্শ্ববর্তী কয়েকদিন ধরে চলা মন্ডব মেলায় যাওয়ার কথা বলে বের হয়ে যায়। সারারাত আর বাড়ি ফিরে নাই।

আজ মঙ্গলবার (২৩ মে) সকালে তাকে বাড়ির দক্ষিণ পাশে ফাঁকা মাঠে একটি বট গাছের ডালের সাথে নাইলনের দড়ি টাঙিয়ে তাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়।

পরে পুলিশ সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়