ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ তথা উত্তর অঞ্চলের অন্যতম বৃহৎ আলতাদীঘি শালবন জাতীয় উদ্যানকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। ২০২৩ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।
নওগাঁ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১ সালে আলতাদীঘি জাতীয় উদ্যান খননের মাধ্যমে উদ্যানের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়। ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ ২০২১ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছে।
আরও বেশি দৃষ্টিনন্দন ও আগত পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে গড়ে উঠছে এই উদ্যান। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় বন অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অর্থায়ন করেছে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড। এই প্রকল্পের মাধ্যমে দীঘিকে সাবেক আকৃতি প্রদানসহ দীঘির গভীরতা বৃদ্ধি করে এর জলকে স্বচ্ছ নয়নাভিরাম ও আকর্ষণীয় করে গড়ে তোলা হবে।
উল্লেখ্য, ২০২১ সালে প,ব,ম-বন,শা,-২-৪৮ প্রজ্ঞাপনে আলতাদীঘির শালবনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। নওগাঁ জেলার সর্ববৃহৎ এই দীঘির পাড়সহ মোট জমির আয়তন ৫,৫৪৬ একর। যার দৈর্ঘ্য ১.২০ কিলোমিটার এবং প্রস্থ শূন্য দশমিক ২০ কিলোমিটার। দীঘির পাড়ের আয়তন ১২.২১ একর।
বহুমুখী গাছের বাগানে ভরা এই ভূ-সম্পত্তির মালিকানা বন বিভাগের এবং এই ৬.১৩ একর ভূ-সম্পত্তির ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। দৃষ্টিনন্দন আলতাদীঘির শুধু জলাশয়ের আয়তন ৪২.২১ একর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।