ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারির দামে খুশি কৃষকরা। প্রতি পণ (২০ গন্ডা) সুপারি বিক্রি হচ্ছে ৫শ’ থেকে ৬শ’ টাকা পর্যন্ত। সে হিসাবে প্রতি কাউন (১৬ পণ) সুপারি বিক্রি হচ্ছে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
সুপারি বিক্রেতা কবির হোসেন, লতিফ মিয়া, রহম আলী জানান, এবার সুপারির ফলন একটু কম হলেও দাম বেশি হওয়ায় কৃষকরা খুশি। গত বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ দাম পাচ্ছে সুপারি চাষিরা। সুপারি চাষে তেমন কোন খরচ নেই। বরং সুপারি বাগানে আদা ও সব্জি জাতীয় ফসলের আবাদ করা হয় এবং সুপারির শুকনা খোলস (পাতা) জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
সুপারি ক্রেতা মোস্তাক আহমেদ জানান, তিনি কুড়িগ্রাম থেকে সুপারি কেনার জন্য ভূরুঙ্গামারী হাটে এসেছেন। সুপারির দাম একটু বেশি হলেও তিনি কিনছেন এবং এ সুপারি তিনি পুতে মজায়ে পরে বিক্রি করবেন। ভূরুঙ্গামারীর সুপারি ক্রেতা মন্টু শেখ জানান, তিনি সুপারি কিনে শঠিবাড়ি ও রংপুরে বিক্রি করে থাকেন। কাউন প্রতি ২ হাজার টাকা লাভ হলেই তিনি সুপারি বিক্রি করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক জানান, উপজেলায় সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় না। তবে এবারে সুপারির দামে কৃষকরা লাভবান হচ্ছে। বলদিয়ায় অনেক বাগান মালিক ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা সুপারি বিক্রি করেছে। এই টাকাটা একবারে পাওয়ায় কৃষকরা খুশি থাকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।