শেরপুরে আ’ লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: মে ২৩, ২০২৩, ১১:৪৬ রাত
আপডেট: মে ২৩, ২০২৩, ১১:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:  শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শাহজামাল সিরাজী, মোহাম্মাদ আলী মুন্টু, সম হাফিজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহাব, জাকির হোসেন মামুন, রবিউল হাসান বাবু, জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নূরে আলম সানি, কৃষকলীগ নেতা এমএ মালেক, গোলাম মোস্তফা লিটন, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়