পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অন্যের স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করতে গিয়ে বজলুর রহমান (৩০) নামে এক রেল কর্মচারী কে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে। ধৃত পরকীয়া প্রেমিক পঞ্চগড় জেলার আটোয়ারী থানাধীন দারখো গ্রামের ইউনুছ আলীর পুত্র। পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা যায়, পার্বতীপুর শহরের নতুন বাজার রিফুজি মার্কেটের বাসিন্দা আবুল কাশেমের পুত্র ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের সাথে শহরের বাবুপাড়া মহল্লার গোলাম মোস্তফার মেয়ে মুক্তা খাতুনের প্রায় ৫ বছর পূর্বে বিয়ে হয়। প্রায় ৩ মাস পূর্বে তারা উপজেলা পরিষদ সংলগ্ন পশ্চিম হুগলীপাড়া গ্রামের জনৈক আজিজুল ইসলামের বাড়ী ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী বসবাস করছে।
গত রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে মঞ্জুরুল ইসলাম তার ভাড়া বাসায় গিয়ে তার স্ত্রীর পরকীয়া প্রেমিক বজলুর রহমানকে আটক করে। বিষয়টি পুলিশে জানালে থানার এসআই মমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে ৩টার দিকে বজলুর কে গ্রেফতার করে থানায় যায় এবং পরকীয়া প্রেমিকা মুক্তা খাতুন কে তার পিতা জিম্মায় দেয়া হয়।
পরদিন গতকাল সোমবার থানা পুলিশ তাকে ১৫১ ধারায় বিচারের নিমিত্তে দিনাজপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।