সেই টিটু রায়ের দশ বছর কারাদন্ড

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০১:০৯ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ০১:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

রংপুর প্রতিনিধি: ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর নামে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার ঘটনায় আসামি টিটু রায়কে ১০ দশ বছরের কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. আবদুল মজিদ।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুর জেলার গঙ্গচড়া উপজেলার হরকলি ঠাঁকুরপাড়ার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে টিটু রায় ২০১৭ সালের ২৮ অক্টোবর এমডি টিটু নামে ফেসবুকে ফেক আইডি খুলে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেন।

টিটু রায়ের ফেসবুকে ধর্ম অবমাননার স্ট্যাটাসকে কেন্দ্র করে রংপুর সদর উপজেলার শলেয়াশাহ ঠাঁকুরপাড়া এলাকায় হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই বছরের ১০ নভেম্বর জুমার নামাজের পর টিটু রায়ের শাস্তির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় জনতা। পরে কয়েক হাজার মানুষ টিটু রায়ের বাড়িসহ ঠাঁকুরপাড়ার হিন্দুপল্লীর বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় রংপুর সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারি কৌশলী এড. রুহুল আমিন তালুকদার জানান, ধর্মীয় অবমাননাকর ছবি তৈরি করে প্রচার করায় টিুট রায়কে ৫৭ (২) ধারায় ১০ বছরের কারাদন্ড প্রদান করেছেন বিচারক। এই রায় প্রসঙ্গে আপত্তি জানিয়ে আসামিপক্ষের আইনজীবী এড. প্রশান্ত কুমার রায় বলেন, সাইবার ট্রাইবুনালে ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে রায় প্রদান করা হয়ে থাকে।

সেই মোতাবেক ফরেনসিক রিপোর্ট থেকে টিটু রায়ের মোবাইল ডিভাইস থেকে ওই ধরনের বিতর্কিত পোস্ট দেয়ার প্রমাণ মেলেনি। নিরক্ষর একটি ছেলের পক্ষে ফেক আইডি খুলে এই রকম পোস্ট প্রচার করা সম্ভব নয়। বিচারক রায় দিয়েছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়