পুঠিয়ায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০১:২০ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ০১:২০ রাত
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ মে) উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুঁটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

নিহতের প্রতিবেশীরা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আলমগীরকে ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়