উলিপুরে ৪২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০২:০০ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ০২:০০ রাত
আমাদেরকে ফলো করুন

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুরে ৪২ বোতল ফেনসিডিলসহ দেবেন্দ্রনাথ বর্মন (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের কাচারী পাড়া এলাকায় তার চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। দেবেন্দ্রনাথ বর্মন ওই এলাকার গোবেন্দ্র নাথ বর্মনের ছেলে।

জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযানে পৌর শহরের ৬নং ওয়ার্ডের কাচারী পাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী দেবেন্দ্রনাথ বর্মনকে আটক করেন।

এসময় তার চায়ের দোকান ও পাশেই বাড়িতে রাখা নিষিদ্ধ ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) ওসি ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়